বলো মুসলিম এক আল্লাহ অন্তরে মোদের
করি তারই দাসত্ব মাথা নতো;
চলি সত্যের পথে দুর্বার নিয়ে!
যেখানেই দেখি ইসলাম হেনস্তা
তুলেনে জিহাদের ঝাণ্ডা হাতে তোর;
আমরা তো জাতি ও-ই ঝরে রক্তস্রোত
তবু হই নাকো পিছু টান
যতক্ষণ নড়ে চক্ষু পলক!
স্পন্দনে গাঁথিয়াছি এক আল্লার
সত্যের উপাসনা কালিমার বাণী!
ইহুদি খ্রিস্টান ওরা চায় হর্ষ আমোদ
আমরা চাই চির-জান্নাত;
জানে নাকো সত্য কি আপ্লূত
সত্যকে ওরা পায় ভয়!
যেখানেই দেখে সত্যের পতাকা
ওরা খুঁজে মিথ্যার অপবাদ;
সত্যের পথে অটল মোরা
মোদের আছে এক আল্লাহ অন্তরে!