আজ নয় তারও ঢের আগে হায়
এই বাংলায় নিয়েছিলাম জন্ম;
শিশিরের স্তব্ধ অবিশ্রান্ত স্রোতে
একদিন অশ্বত্থ বট হিজলের দেশে
এসেছি কবেকার অন্ধকার রাতে!
পৃথিবীর বুকে দেখিয়াছি চেয়ে চেয়ে
করুন সুন্দর এক দেশ তৃপ্তি মেখে;
রয়ে গেছে মন সেইখানে পরে যতকাল
আমার দেহ জুড়ে বাংলার শরীর
মিশিয়াছে গাঁথিয়াছে কাটা হয়ে মোর!
আবার কবে দেখা হবে সন্ধ্যা মেয়েটির সাথে
আমার এ হৃদয়ে এই পথে নেমে;
অনেক শতাব্দী পেড়িয়ে আমাদের সময়
এখন কেবলই উড়িতেছে আকাশে
ওইসব পাখিদের মতো ঢের অফুরন্ত!