আজ আমি কারে খুঁজে বেড়াইতেছি
অশ্বত্থের চূড়ায়— হেমন্তের নীল ঘাসে‚
একদিন এসেছিল সে রুঢ় স্বপ্ন সাথে নিয়ে
বলেছিল তার অন্তরঙ্গ কথা সব!
সে ছিল জোছনা দ্বাদশীর মতো যেমন
তেমনি অপরূপ সুন্দরী নারী এক‚
আজো আমি তারে জানিনি বুঝিনি
শরীরের গন্ধ তার রই গেছে পৃথিবীর পারে!
অনেক স্মৃতি রেখে গেছে
তবুও নাই আজ তার কোনো খোঁজ‚
কবে হারিয়ে গেছে জীবনের থেকে
আজো তার হারানো কম্পন দিয়ে যায় ব্যথা!