হাজার হাজার ধরে রাখো তুমি বদদোয়ায় আমারে
তবুও তোমারে ভুলে যাওয়ার আখ্যান বলিও না;
তোমারে আমি কীভাবে ভুলে যাই মনোরথ থেকে
অশ্বত্থের শাখায় জগত সমীর দিয়ে যায় দু’দণ্ড শান্তি;
যেই মানুষরে এক মুহূর্ত কল্পনার বাহিরে রাখা দায়
সেইখানে এই মিনতি কিভাবে বহন করি আফসানা মীম!

তোমার পায়ের কাছে সমস্ত আত্মসম্মান যা ছিল
দিয়েছি বিলিয়ে নীরবে নির্দ্বিধায় স্বহস্তে বিসর্জন;
কেন যে তোমারে আমি এতো ভালোবাসি?
কেন যে তুমি চোখের আড়াল হয়ে থাকো?
চিলের পাখনায় ভিজে মেঘের দুপুরে ক্লান্ত নাভিশ্বাস
আহত বিধ্বস্ত আত্মা মরে যায় আফসানা মীম!

সমস্ত দিনের শেষে যখন মনে পরে তোমারে আমার
হৃদয়ের ব্যথায় রক্তক্ষরণ কেবলই শুরু হয়;
পারি না আমি সহিতে তোমার বিমুখ আগ্রহ
সবুজ ঘাসের হৃদয় চুষে ফড়িঙের বৈরাগী সুরলোক;
সব আশা বিফলে, সব স্বপ্ন ভাঙে, বেদনার পানে—
থাকে শুধু আফসোস এ জীবনে আফসানা মীম!