আফসানা, যখন আমি তোমার মুখের দিকে তাকাই
জোছনা রাতের সহস্র বিশেষত্ব নিয়ে জন্মানো
আমার ভালোবাসার আসক্তি নারী,
আমি তখন ভুলে যাই সমস্ত বিষাদ গ্লাণি।
তোমার প্রতিটি কথা আমাকে উজ্জীবিত করে
আমি ফিরে পাই সেই দীর্ঘশ্বাস
যা কিছুক্ষণ আগে মৃত্যুর মত পিড়া দিত,
ছিন্নভিন্ন করে ফেলত সমস্ত অক্ষাংশ।
যদি তুমি বিক্রি হও ভালোবাসার দামে
বলিও আমারে, খরিদ করবো সবটুকু অনুভূতি দিয়ে,
সোনা আর রূপা মিলেমিশে যেমন একত্রে রয়
আমরাও রয়ে যাব সেইভাবে এই পৃথিবীর ভীড়ে।