এবং তাহার মুখ বিবর্ণ যেন কতোকাল ধরে
এমনই দেখিয়েছি শীতের থরথরে ভোরে‚
বলিল: ঘুম কি ভাঙিলো আপনার?
অপেক্ষার আস্তিন খেয়ে দাঁড়িয়েছি!
আমের শাখায় ঢের শালিক চিৎকার চেঁচামেচি
তারপর কোথায় অরণ্যের দেশে জমিয়েছে পারি;
তবু্ও ঘুম আপনার যেন এই ঘুম ভাঙে নাকো!
আমার সমস্ত হৃদয় অনুরক্তে আপনি
তাই ভাঙিনিকো কাঁচাঘুম ডেকে ডেকে‚
রয়েছি শিয়রে জেগে এই ভেবে—
কখন ভাঙিবে এ-ই ঘুম অনন্তঘুম!
স্বপ্নের ঘোরে এমনই দেখেছি সেই কন্যারে
কি অপরূপ— অন্ধকার জোছনায়—
যেই রূপ ছড়ায়ে পরে সংসার তুলে‚
এমনই রূপ তাহার সমস্ত অঙ্গ ভরে ভরে!
স্তন তার সমুদ্রের ঢেউ— শাদা দুইখানা হাত—
থোরের মতোন চেপে আছে বুকের উপর;
আমারে ভালোবাসে— আমিও ভালোবাসি তারে!
কোথাও এই গোপন প্রেম কবর হয়ে
রয়েছিল মাটির নীচে চাপা পরে;
আজ তাই দেখিয়েছি অঘোর ঘোরের স্বপ্নে!
আমার বিষাদের আত্মাকে— আরও ক্ষুধাতুর করে
অপর আলোয়ে মিশে গেলো চোখের থেকে!