আবার কবে তোমারে আমি কাছে পাবো
ভাবিতে ভাবিতে এই নিদ্রা ফুরিয়ে যায় কতোবার‚
তবুও স্মরণে কেবলই নির্মিত হয়—
এইতো কয়’টা দিন আগে হয়েছিল দেখা!
অথচ দশ দশটি বছর অতিক্রম হলো আজ
কোথায় তুমি— কোথায় রয়েছি আমি‚
সবই আজ উথলিয়ে উঠে অপর আকাশে
ধরা দেয় পুনরায় মরিতে মরিতে!
এক একবার মনে হয় মৃত্যুর মতো যন্ত্রণা বইছে
উত্তেজিত শ্বাস প্রশ্বাস উঠানামা করছে‚
যেন এখনই আমার রূহটা বেরিয়ে যাবে
সমস্ত কষ্টকে পৃথিবীর মাটিতে সমাধি দিতে!