আবার যদি পাই জীবন মৃত্যুর পরে ফিরে আমি
ফিরিব এই বাংলায় স্বদেশ
অজস্র ভালোবাসা বুকে লয়ে!
দেখিবো হলুদ রাঙা শাড়ি পরে আজ
এসেছে শঙ্খমালা নদী ঘাটে;
ঘাসের শরীরে দু’প্রহর মাতিয়েছে খেলায়
চড়ের গাঙশালিক গুলি;
জল কলমির লতা এঁকেবেঁকে
কোথায় হারিয়ে যায়;
ধানের গন্ধে কখন ভরে উঠে
অঘ্রাণের আকাশখানা
হবে না যে শোধ রক্ত দিয়ে ঋণ!
একদিন তোমার মাঝে ভূমিষ্ট হয়ে
রাখিয়েছি এ জীবন আমি;
দেখেছি সেদিন মুগ্ধতা সরলতা
এক করুণ সুন্দর তুমি
ছিলো নাকো জানা অন্ধ ভূমিগর্ভে!
হে স্বদেশ তোমার মাঝে বেঁচে থেকে
দেখিবো একা-একা জুঁই জবা‚
শেফালির বনে বাসা বেঁধে
থেকে যাব সেইখানে—
ভ্রমরের গুঞ্জনে কতকাল!
আমি ঘুমাবো তোমার কোলে মাথা পেতে
আবার জাগিব দিব নীল আকাশে পারি
শঙ্খচিলের ডানার পাখনায়।
নামিবো হামাগুড়ি দিয়ে
পাহাড় বনানীর বুকে এসে
হৃদয়ে গাঁথিব তোমার নাম ভালোবেসে!