আবার আসিব আমি তোমায় ভালোবেসে
চত্রার ধানক্ষেত ভাঙাঘর পুরনো পরিচিত পথে!
আসিব বড়ো উঠান খালপার ব্যরসিঁড়ি নদী
তোমার অস্থিন খুঁজে স্কুলের মাঠে এক কন্যার
ঘুটিঘুটি পায়ে— কোনো এক শীতের সকালে!
অশ্বত্থের হিজলের কলমিলতার দেশে নেমে আমি
খুঁজিব শালিকের ঘুঘু জল-মাছরাঙার বাসা—
পুকুর পারে বিলের কাছে ধরিব মাছ বড়শি দিয়ে হায়!

নাঈম তুহিন ফেরদৌস শফিক শোন তোরা
আমি আবার আসিব তোদের সঙ্গে খেলা নিয়ে
মারামারি কটুকথা শোনাতে— ঘোলাজলে ডুবাতে
ইচ্ছা মতো একসাথে আবার হয়তো বা পরের জন্মে!
শুনিব মায়ের মুখে ঢের বকাঝকা কান ভরে
হয়তো বা ঘরে নাই ঠাঁই— খাব চুরি করে ভাত
দূর জঙ্গলে বাসে বসে একাকী— তবুও শৈশব
কবে আর আসিবে ফিরে চত্রায় আমার এ জীবনে!