প্রদীপের মোম যেমন গলে যায়
একদিন তোমারও অভিমান ভেঙে গিয়ে
গলে যাবে হৃদয় মুমূর্ষু—
সেদিন আর আমি থাকবো না তোমার পাশে!

তারপর এই আকাশ কতোকাল
নীরবে রাত্রির অন্ধকারে গেয়ে যাবে গান;
তুমি তবু অতীত ভুলে গিয়ে
হৃদয়ে বুনিবে কাহার বর্ণমালা হায়!

প্রেম ধরে মুছে যায় একদিন—
জীবন থেমে যায় মৃত্যুর দুয়ারে;
অপার আকাশ ঘুরে কেঁদে যায় শঙ্খচিল
তবু হয় নাকো তার বিরহের সমাধি!