এ জীবনের যন্ত্রণা গুলো কেউ বুঝিতে এলো না
ক’দিন তার হৃদয়কে চাপা দিলো একাকীত্ব,
মনে হল সন্ধ্যার ঝাঁক হারা পাখিটির মত
ফিরিয়াছে ক্লান্ত শ্রান্ত দেহটারে শূন্যে ভাসিয়ে একা!
নির্জন পথ ধরে হাঁটিতেছি কালুরঘাট নদী ছেড়ে
আমার কানে ছুঁড়ে আসা পায়ের শব্দ প্রশ্ন করে?
কবি তুমি কেন এমন হাহাকারে হৃদয় ভাঙ্গ,
কত সহস্র কষ্ট যেন কতকাল তোমার হৃদয়ে বইছে!
কোনো উত্তর নেই বোবা পাখিটির মত মুখ
যাঁর গভীর ভাষা বোঝা স্রষ্টা ছাড়া যেন কেউ নেই,
রাস্তায় পৃষ্ঠ হওয়া প্রাণীর মত রক্ত ঝড়ে বেয়ে
এই রক্ত অগাধ ব্যথার রক্ত অসহ্য যন্ত্রনার!