যাদুঘরে জীবন
:::::::::::::::::::::::::::::::::::
বিবেক আজ কফিন বন্দী
মানবতা যাদুঘরে
তুমি যদি খুঁজতে চাও
এগিয়ে যাও
আতস কাঁচ চোখে ধরে।
সময় যত যাচ্ছে বেগে
ভাষণ শুধু আসছে ধেয়ে
শাসন আর আশ্বাসনের বান
গাইছে সবাই সম্মহনের গান
ঘরে বাইরে স্কুলে কলেজে
হাটে মাঠে,ঘাটে শ্মশানে
বিদ্ধ আজ বদ্ধ সবাই
বাধ্য সুরের কলতানে?
ঐক্যতানের সুর তুলে
ছুটছে সবাই উটের মতো মুখ তুলে,
কয়েদ খানায় বদ্ধ জীবন
বলছে সবাই আবোল তাবোল।
দেখছে সবাই ত্রিতাল নাচ
পঙ্গু প্রজন্ম ঘুমিয়ে থাক।
ঘুমিয়ে সবাই কুম্ভকর্ণ
জেগে শুধু লম্ব কর্ণ