ভিড় জমে.....
///////////////////
অশান্ত সমুদ্রের-
জল আজ ভীষণ শান্ত
নেই কোনো ঢেউ ।
আদর মাখা ঢেউ গুলো
বালুটতটে আর আছড়ে পড়েছে না।
অলস শরীরে পড়ে রয়েছে বালু রাশি


ভেসে আসা হাজার জলজ কনা গুলো
সৈকতে আসি আসি করেও
দূরে দূরে।
কি হল আজ?
সব কিছু থমথমে
পরিযায়ি পদচারীর ভিড় জমেছে
যেখানে পড়ে আছে
নিষ্প্রাণ মুক্ত ভরা ঝিনুক ।