বিজয় উল্লাস
////////////////
অভিষ-হাকিম ঘুরিয়েছিস
অনেক লাটিম
আজ লাটিমের সুতো মোদের হাতে
ঘোরাব মনের সুখে।
বিগত দশ বছর ধরে
যেমন স্বপ্ন দেখেছি দিনেরাতে।
এখন তোদের মাথার ছাতা গেছে উড়ে
বট বৃক্ষের গোড়ার মাটি গেছে সরে,
সমীকরণ বদলে গেছে এখন
বট বৃক্ষও উপড়ে যায় ঘূর্ণিঝড়ে।
ধর্মের চাকা সময়ের তালে ঘোরে
বদলে যাবে সব কিছু চুপিসারে।
অপেক্ষায় কেটেছে দিন,
আজ কি শুনতে পাচ্ছিস?
তোদের সর্বনাশের বিন।
প্রতিচ্ছবি ভাসছে দুয়ারে দুয়ারে
লুকোবার ঠাঁই নাই পালাবার পথ নাই,
যা আছে তোদের এবার
সবই নেব কেড়ে।
এ যে কালের ভবিতব্য
এমনি ভাবেই কেটেছে যুগেযুগে
শোষিতের অব্দ শকাব্দ।
দিনে দিনে সয়েছি যত পরিহাস,
শেষ বারের মতো দেখে যাস
শোষিতের বিজয় উল্লাস।