ভাঙা সেতু
//////////////
তোমার মনে পড়ে
এই ভাঙা সেতুটি ছিল
দুই গ্রামের সংযোগকারী,
আর-
প্রতিদিনের বিকেলে তোমার আমার গল্পের অংশীদারি।

ভাঙা সেতুটির পাশথেকে বেঁকে গেছে
সেই মেঠোপথ ,ধান ক্ষেতে ধরে।
এই পথ সাক্ষী,
কত স্বপ্নের কত আবেগের
দুজনে পায়ে পায়ে হেঁটেছি  রাগে অনুরাগে।
পাইন আর ঝাউয়ের সারি
দু ধারে মাথা তুলে
সেই আগের মতোই অহংকারী।

দুটো গ্রাম আজ এক করে দিল  নতুন সেতু
বদলের যাওয়ার মধ্যে শুধু এই এইটুকু।
বাকি যা ছিল সব আগের মতোই আছে
বাহারি রঙের বনফুলে রাস্তার
দুই ধার সেজেছে।

আছে সেই নয়নঝুলি,পদ্ম,শালুক
আর পানি ফল।
আছে সেই হোগলা,গোলপাতা
আর গিলে পাতার বন,
মনে কি পড়ে তব।
রং আসে রং যায়
ঋতু হয় বদল

সেতু ভাঙে সেতু গড়ে
পোড়া মন তবু চেয়ে রয়,
মনের যে সেতু ভেঙে গেছে
নতুন করে গড়ার
আর কি  প্রয়োজন!!