ভাঙা কলসি
////////////////
মেয়েটা সত্যিই হারিয়ে গেল
কোথায় গেল কেউ জানে না
শোনা যায় তাকে বাঘে খেয়েছে।
ঝর্ণার অনতিদূরে,
পাওয়া গেল ভাঙা কলসির অংশ বিশেষ।
আরও একটু দূরে পাওয়ার গেল
ছেঁড়া কাপড়ের টুকরো।
গ্রামে কোনো জলের উৎস নেই
নেই কোনো পোশাকি জলের ব্যবস্থা।
পাঁচ গ্রামের মানুষের জীবন দুর্বিসহ দুঃসহ অবস্থা।
জলের আশায়
পাঁচ মাইল যেতে হয় পায়ে হেঁটে
দূর পাহাড়ের ঝর্ণায়।
ঝর্ণা আছে জলও আছে
শুধু মেয়েটাই নেই।
পড়ে আছে কয়েকটা কাপড়ের টুকরো আর,
আর,
ভাঙা কলসির অংশ বিশেষ।
আজও কেউ জানতে চায় না
বাঘ টা দ্বিপদী ছিল না চতুষ্পদী।
একটা ভয়ের গল্প শোনা যায়
গ্রামে সবার মুখে মুখে।