উল্কা পতন
//////////////
দূর দিগন্তে একঝাঁক আলো
ওরা কি তারার দল?
না ধূমকেতু?
না ছায়াপথ?
ভাবনা গুলো পাঁজরে আঘাত করে
ফিরে যাওয়ার রাস্তা নেই
তাই বুকে জমাট বেঁধে ঘুরে মরে।
কথা ছিল তুমি আর আমি
একদিন হেঁটে যাবো ,
নিশুতি রাতে
ছায়াপথের আলো মেখে।

তারার বৃষ্টিতে ভিজে ভিজে
তুমি বলতে
রাতের আকাশও কথা বলে
তারারাও কথা বলে
তাদের খুনসুটি বোঝে
একমাত্র
ছেঁড়া কালো এলোমেলো মেঘ।

নিশুতি আলোয় চোখ কেঁদে ওঠে
আজ আর মন কাঁদে না।
মনে পড়ে কাঁধে মাথা রেখে
সেদিন তুমি তারা খসা দেখে
আনন্দে আত্মহারা হয়েছিলে।
খুব আপ্লুত হয়ে বললে
আমি আজ কিছু চাইলাম।

সেদিনের মতো আজও
তারা খসার বৃষ্টিতে ভিজে
বসে আছি রাত জেগে
আজও কিছু চাইনি,
কেনো জানো!
তারা পতন আর-
উল্কা পতন দুটোই দেখেছি
এই দুই চোখে।