তুমি রবে নীরবে
◆◆◇◆◆◆◇◆◆
স্বপ্ন যত আছে মজুত
দুটি মোর চক্ষে।
আশা যত জমে আছে
মোর এই বক্ষে।
পরান বায়ু এগিয়ে চলে
তোমার আশায় আশায়
ধূলি ধরা পথের বুকে
খুঁজে মরি আজও তোমায়।

গাং চিলের ডানায়
স্বপ্ন মেখে দূর দিগন্তে
খোলা আকাশে উড়তে
চাওয়া মন।
নীল সমুদ্রে ভেসে চলা
উতল হওয়ায় আবেশী নয়ন।

ঘূর্ণাবর্তের ঘূর্ণি ঝড়ে
দাঁড়িয়ে থাকি পথ চেয়ে,
অশ্রু সিক্ত চোখের তারা
নীরব ধারায় আছে ছেয়ে।

প্রজাপতি রঙ মনের মাঝে
আসা যাওয়া অবিরত
কথা দেওয়া কথা গুলো
কুরে কুরে বাড়িয়ে দিচ্ছে
মনের গভীর ক্ষত।
মন রাঙানো রঙের মেলায়
বেঁচে আছে ,
তোমার দেওয়া ব্যাথ্যা যত।

বিরাগ ভাজন হয়ে বাঁচা
বাড়ছে চলে বুকের জ্বালা।
ভগ্ন বুকে মনের কোণে
শিরায় শিরায় বয়ে চলা।
অনুরাগের বেড়াজালে ছিল
যত আপন প্রাণ
ছলাকালার চক্রবুহ্যে ছিঁড়ে
গেছে  নাড়ীর টান।
কূলের তরীর পাল ছিঁড়েছে
নোঙ্গর খানা অথৈ জলে।
বৈঠা টানার শক্তি নেই
যাচ্ছে ভেসে স্রোতের তালে।

মনের ক্ষত,ব্যাথ্যা গুলো
থাকনা ঢাকা মনের মাঝে।
বিশ্বাস ভেঙে যায়নি আজও
অটুট আছে সকাল সাঁঝে।
বদলে যাওয়া সময় শেষে
বদলে গেল পরিচয়।
দেহ মনে ঘুন ধরা আজ
পড়ে আছে শুধু অবয়ব।

তুমি আছো হৃদয়ে,
তুমি আছো মরমে।
আছো ধমনী শিরায় শিরায়
রক্ত প্রবাহে।
তুমি আছো নয়ন তারায়,
তুমি আছো প্রতিকূল হওয়ায়,
তুমি আছো নীরবে।