তুমি ঘর বেঁধেছ
///////////////////////
ইন্দ্রপ্রস্থে সজীব আত্মার খোঁজে
ঘুরে ঘুরে পদব্রজে,
ঘর বেঁধেছি প্রেতাত্মার দ্বীপপুঞ্জে।
মার্গ দর্শন ভুলে,মজ্জায় মজ্জায়
বক্ষ পিঞ্জরের কড়ি বর্গায়
আছে বাসা বেঁধে।
বয়ে নিয়ে যাচ্ছি এই ধরা কূলে
অষ্ট মার্গ থেকে দূরে দূরে-
আরো দূরে ধীরে ধীরে যাচ্ছি ক্রোধে।

রসলীলা শেষে,ষড়ভুজের ভেলায় ভেসে,
অমৃত ভেবে গরল আকুণ্ঠ পানের শেষে।
আত্ম সমর্পণ এই প্রেতাত্মার দেশে।
মনহরি প্রসাদ,মোহময় ছটায়
ভেসে যায় দিন রাত।
ভুলে গিয়ে ভূতল,
আপন করেছি রসাতল।
মাতাল রসে মাতলো মন,
এখানে সবাই আপনের
থেকেও আপন।

অষ্ট মার্গের অনেক চাপ
ষড়ভুজে সহজ করে কঠিন কাজ।
অধঃমার্গে আছি মজে
আছি বড়োই সুখে।
রাজা আমি,রামও আমি
আমিই অন্তরের রাবন,
আমার থেকে শ্রেষ্ঠ আত্মা আছে কেউ?
এই গন্ডির ভেতরে আসতে সদা বারণ।
আমি সাদায়-সাদায় করিনা
বাস-বিশ্বাস।
কালোয়-কালোয় আমার ভরসা শ্বাস।

পঞ্চ নাড়ীর চাবি মম হাতে,
রুধিয়া দ্বার আমি আছি
তব অগ্র-পশ্চাতে।
সজীব আত্মার খোঁজে
যাবে তুমি মরে,
তুমি ঘর বেঁধেছ প্রেতাত্মার অন্তরে।