তুমি আছো.......
/////////////////////
শতক্রোশ ঘুরে-
বহু পথ হেঁটে
এসেছি তোমার কাছে
তোমারই প্রেমে পাগল আমি
সে কি বুঝবে তুমি।
অবুঝ সবুজ মন  সিক্ত করেছে তোমারই দু-নয়ন।
জীবনের উদয় অস্ত
এখন  
তোমার ঐ পটল চেরা
মায়াবী দুই চোখে।

জীবন স্রোত বইছে আজ
দ্বিধাগ্রস্থ দ্বিমুখি খাতে!
প্রতিদিন কাটে যন্ত্রনা মানসিক সংঘাতে।
তোমার প্রেমে পাগল আমি
সে কি বুঝবে প্রেয়সী'তুমি।

অসহায় নিঝুম রজনীর বুকে
আশায় আশায় নিরাশায় থেকে
বুকের পাঁজরে যন্ত্রণার কাঁটা বিঁধে
নিষ্ফল নিশি যাপন তোমায় সেধে সেধে।

তুমি যে এই অধমের গতি
বুঝবে কবে?
কবে হবে তোমার সুমতি!!
তুমি মোর পরান বায়ু
তুমি অগতির গতি।
তুমি যে মোর নীল আকাশের নীল নীলিমা।
তুমি যে মোর জীবন পথের আলো মনের চন্দ্রিমা।
তুমি কি বুঝবে এই পাগল প্রেমীর ব্যাথা,
বুকের পাঁজরে অস্থি মজ্জায় রন্ধ্রে রন্ধ্রে
তোমার নাম যে আছে লেখা।