তুচ্ছ জিনিস
#########
তুচ্ছ জিনস তুচ্ছ বটে,
তুচ্ছ সে তো মোটেই নয়,
জীবন পথে চলতে গিয়ে
একটু যদি ভুল হয় ।।
জীবন তরীর চার অধ্যায়
জ্ঞানী গুনি সবাই নিরুপায়,
স্রোতের সাথে লক্ষ রেখে,
লীলা খেলায় বাড়ছে ভিড় ।
গঙ্গা পারে ,নদীর ধারে
বিঁধবে বুকে যমের তির ।
ললাট তিলক যাবে ঘুচে,
মান অভিমান সবই মিছে !
রোইবে না কিছুই
নিজের কাছে,
হিসেব নিকেস বাকি আছে?
আর ডুবিষ না বিষয় বিষে,
হরির স্রোতে যারে মিশে ।
কূলের খ্যাতি, বংশ জ্যোতি,
মাথার মুকুট ,পরশ পাথর,
রোইবে পড়ে বিভোর ভোরে
যতন করে ফলাও করে।
কীর্তি কলাপ আঁতুড় ঘরে
অঙ্গবর্ম, আজ্ঞাদেশ-
সাধের মরুদ্যানের রঙ্গ জীবন -
ঝড়ের মুখে যাবে উড়ে।
রোইবে শুধু বন্ধ নয়ন-
শূন্য হাত ! যেথা -
পাওনা,দেনা,সবই শেষ ।
তুচ্ছ জিনিস তুচ্ছ বটে
তুচ্ছ সে তো মোটেই নয়
জীবন পথে চলতে
গিয়ে একটু যদি ভুল হয় ।