তোমায় খুঁজি
//////////////////////
ঝরা ফাগুনে,লোহিত আগুনে
লাল পলাশে চেয়েছি তোমায় নিশিদিনে।
ঝরা শ্রাবনে,জল প্লাবনে,পল্লবে পল্লবে
তোমার মুখশ্রী আঁকি যতনে।
তানে বিতানে,সুরের টানে
জ্ঞানে অজ্ঞানে নয়নে নয়নে
তুমি আছো ছেয়ে মনে প্রাণে।
তলে-অতলে,সাধনে-সন্ধানে
আছো হৃদ স্পন্দনে,
খুঁজেছি তোমায় ভোরের ঐক্যতানে।
প্রখর রৌদ্রে, সিক্ত-আদ্রে
ঘন অরণ্যে,তারার উজ্জ্বল্যে
খুঁজেছি তোমায় জীবনের জয়মাল্যে।
শ্মশানে,কবরস্থানে,কাব্যে গীতিনাট্যে
নেপথ্যে,নৈরাশ্যে,পাপ পূণ্যে,
খুঁজেছি তোমায় কোকনদ, নীলপদ্মে।
শূন্যে মহাশূন্যে, স্থাপত্য ভাস্কর্য্যে
তোমার উপস্থিতি সমুজ্জ্বল হৃদিমাঝে।
বৃষ্টির শব্দে,মাটির সোঁদা গন্ধে
পায়ে পায়ে জনপদে
খুঁজবো তোমায় ভূ গোলার্ধে।