তোমায় গান শোনাবো
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

পুবকোনে দানা বেঁধেছে কালো গাঢ় মেঘ।
ঈশান কোন ঘনীভূত হচ্ছে ঘূর্ণি ঝড়।
মাঝে খোলা আকাশের নিচে অসহায় আমি একা
এক বার মাটির দিকে তাকাই
এক বার আকাশের দিকে তাকাই
দু নয়ন কচলাতে কচলাতে
বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।
যেন বিশাল এক শূন্যতা,
তুমি বলেছিলে জানো আকাশ,
এই খোলা আকাশের নিচে
উতল, ঝড়ো হওয়ার বুকে
এক দিন তোমায় গান শোনাবো।

আজ সব কিছু দাঁড়িয়েছে
এক সরল রেখায়
মেঘ ,বৃষ্টি ,উতল হওয়া,
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তোমার আকাশও।
শুধু নেই তুমি আর নেই তোমার গান।
বৃষ্টির শব্দে, ঝড়ের হওয়ার স্রোতে
একটা কথা কানে বাজে,
আকাশ,তোমায় গান শোনাবো।