টিমটিমির আলোর মতন
_____________
প্রানপনে দু হাতে তেড়েফুঁড়ে
শহরের আবর্জনার আস্তাকুঁড়ে
ঘর্মাক্ত শরীরের দেহ রসে
আবর্জনার নির্যাস
রক্ত কনিকায় যাচ্ছে মিশে
একমুঠো সুখের আশায়
নিশি দিন অভুক্ত অনিদ্রায়
চুঁইয়ে পড়া পোড়া গন্ধ আবর্জনার
ঘ্রাণে ঘ্রাণে একাকার.
জীবনের রাজপথে
আশা আজ অসহায়
মাটির সোঁদা গন্ধের মতো
বিলুপ্ত অধ্যায়
টিমটিমির আলোর মতো
জীবনের ষোলআনা
ছায়া আলো ছায়ায় ঘিরে ধরে
বিবর্ন বেআব্রু বুভুক্ষু যন্ত্রনা।
---------/-----------/-------------/-------
সমস্ত সাফাই কর্মী,সমাজ বন্ধু জেনিটর কে শ্রদ্ধা জানিয়ে এই লেখাটা উৎসর্গ করলাম