থাম
/////
থেমে যাওয়ার ইচ্ছে ছিলোনা-
থেমে থাকার উপায় ছিলো না
থামি থামি করেও থামা হলোনা
আঁকাবাঁকা পথ ধরে অনেকটাই এগিয়ে এসেছি।
পিছন ফিরে কোনো দিনও তাকাইনি।
সেই সরু গলি
সেই পরিচিত সুপারি বাগিচা,
সে কবেই ফেলে এসেছি
থামা আর হয়নি
শুধু দৌড় ,
দৌড় আর দৌড়
রেসের ঘোড়ার মতো।
আজ চোখ ধাঁধানো রাজপথ
রঙ্গিন জল,রঙ্গিন ঝলমলে আলোয় জীবন।
হাজার ব্যস্ততা হাজার ফোন কল,
সকাল থেকে সন্ধ্যে মেপে পা ফেলা মেপে কথাবলা।
সবাই যেন যান্ত্রিক
তবুও থামার অবকাশ নেই।
যে অন্ধকার সরু গলিটাতে শৈশবের শুরু হয়েছিল।
যে রাস্তার ধারে ডাংগুলি,পিলগুটি
খেলে শৈশব কেটেছে
যে বাগিচার ধারে দাঁড়িয়ে
হাঁ করে রেলগাড়ি দেখতাম
সে কবেই ফেলে এসেছি ।
তোমার সাথে কলেজ মাঠে শেষ কবে দেখা মনে নেই,
বলেছিলে কিছু করতে হলে
রেসের ঘোড়া হ
থেমে থাকলে চলবে না।
থেমে নেই
কিন্তু
তুমিও সাথে নেই।
সুপারি বাগিচায় দাঁড়িয়ে আকাশ দেখার সময়
তুমি বলে ছিলে এবার থাম
নিরালায় বসে চোখ বন্ধ করলে
কানে কথাটা বাজে।
এতোটা পথ আসার পরে
আঁকাবাঁকা রাস্তাটা শেষ।
আজ থামার খুব প্রয়োজন,
আজও ইচ্ছে নেই
তবে, না থেমে আজ আর উপায় নেই।