তেষ্টা
//////////////
নদী,খাল বিল শুকিয়ে মাটি হলো হাঁ।
বোধহয় খুব তৃষ্ণা পেয়েছে?
জলের আশায় হেঁটে গেলাম
দূর দুরান্তে।
বেলা গড়ে সন্ধ্যে হলো
বিফল হলো মনোরথ,
কেউ নেই আসে পাশে জনশূন্য।
ভীষণ তেষ্টা পেয়েছে,
কলসের জলে বিষ মেশানো-
পান করলে মরে যাবো
না পান করলেও মরে যাবে।
দেহকোষে নেই আর উদ্দীপনা,
রক্ত স্রোতে নেই আগের গতি।
কূপ খননের নেই শক্তি,
মাটিতেও নেই কৈশিক জল।
ভীষণ তেষ্টা পেয়েছে
কলসের জলে বিষ মেশানো,
পান করলে মরে যাবো
না পান করলেও মরে যাবো।
যখন ফিরে এলাম
প্রজন্ম বড় হয়ে গেছে,
সবাই অচেনা,
সহধর্মিনী ও,
পেটের তাগিদে ছেলে মেয়ে
কাজে গেছে।
কেউ নেই আসেপাশে জনশূন্য।
ভীষণ তেষ্টা পেয়েছে,
কলসের জলে বিষ মেশানো।
পান করলে মরে যাবো
না পান করলেও মরে যাবো।