তারপর একদিন
//////////////////////
তারপর একদিন হবো বিলীন
কোনো এক হেমন্তের বেলা শেষে।
কনকনে শীতের শিশির ভেজা
কাকভোরে।
নয়তো বা
সন্ধ্যাকালে মাঠে খড় জ্বালিয়ে
আলু,বেগুন,টমাটো সিদ্ধর ছলে
বা দস্যি বালকের ঘরে ফেরার দলে।
অঘ্রানের শিশির সিক্ত সন্ধ্যায়
হিমেল হওয়ায়,
নবান্নের আবাহনে।
নয়তো বা
ব্যস্ত জনপদে কিংবা
জন সমুদ্রের সমাবেশে।
কোন কসাইয়ের কারাগারে
ক্লান্তিতে প্রহর কাটানোর শেষে,
রক্তাক্ত খড়্গগাঘাতে,
বয়ে যাওয়া রক্ত ধারায়।
ভেঙ্গে পড়া বিরাট ইমারতের নিচে।
নয়তো বা
কোনো সভ্য নগরীর
প্রাণহীন ইট কাঠ লৌহ খণ্ডের
কিংবা কোনো দামি পাথরের ধংসস্তূপে।
পেলেও পেতে পার
অজীর্ণ থেকে যাওয়া
অস্থি-র অংশাবশেষ।
হয়তো বা
কোনো একদিন হবো বিলীন,
কোনো গাঁয়ের, মায়ের মাটির ঘরে,
সর্যাস্তের লাল আলোয়-
অর্জুন,শিরীষ বা,
আমলকি বনে।
নয়তো কোনো ঠাম্মির রূপকথা গল্পে।
পত্রঝরা বৃক্ষতলে দাঁড়িয়ে
দেখবে সারা বেলা,
বালুরাশি ধূধূ মরুভূমির বুকে
নয়তো বা
কোনো কন্টকময় গুলঞ্চ বনে।
থাকবে তুমি অপেক্ষায়
পথ চেয়ে,
দূরে অদূরে যত দূর যায়
নয়ন জ্যোতি-
আঁকা বাঁকা পথ ধরে।