তারার খোঁজে
#########
সপ্তর্ষি মণ্ডলে
অরুন্ধতীর উপস্থিতি উজ্জ্বল ।
লুব্ধক আজও নির্বিকার,
আলোর ধারায় সমুজ্জল ।।
সবকিছু চলে সমধিক তালে,
কালো মেঘের বারি ধারায় ভিজে,
তুমি ছিলে নীল শাড়ীর আঁচলে ।
কথাছিলো,
অঝোর ধারায় স্বপ্নো মেখে,
রুপকথার মতো নিশিযাপন-
সবুজ পাতার হল
ফিকে রঙ-
শিরা,উপশীরা হ'ল হলদে ।
রক্ত প্রবাহের গতিতে এসেছে স্লথ
দু হাত শূন্য,
নেই কিছু হারানোর ভয়।
স্বপ্নের শব্দগুলো আলোহীন,প্রাণহীন
শহর সেজেছে নানা আলোয়
বর্ণে বর্ণে,নির্জীব শিহরণ ।
এত আলোয় শহর জনহীন ।
অনুভবে ভালোলাগায়
বেড়েছে অসীম দূরত্ব ।
যে প্রেরণা দিয়ে ছিলে
আজ জীব জড়ে,
নশ্বরে বিলীন!
মহাকালে ।
পার্থক্য একটাই
জীবন আজ
গতিশীল,স্থিতিশীলের
মাঝে গেছে থমকে ।
সহস্র নজর বন্দির মাঝে,
হাজার তারার স্রোতে,
একটি তারার খোঁজে ।
ব্যথা গুলো নিকশ কালো
জামাট বাঁধা।
কিছুটা জানে বালিশ,
কিছুটা জানে জড়,বোধির আয়না ।