তারা থাকে তিমিরে
*******************
দু চোখে স্বপ্ন নিয়ে
জীবিকার টানে
গ্রাম ছেড়েছি,
ছেড়েছি,সবুজ ক্ষেতের বন।
নিয়ন আলো,ঝাঁ চকচকে রাস্তাঘাট,
উঁচু উঁচু বাড়ি,নামি দামি গাড়ি
কত কি দেখল দুনয়ন।
গল্প কথা শুনতো গ্রামের গরিব
গুর্ব চাষা ভুষা সরল মন।
ব্যস্ত শহর,ব্যস্ত দিন ব্যস্ত রাত
ব্যস্ত সব মানুষ জন।

বিপর্যয়ের দুর্বিপাকে কালো
আঁধার ভাগ্যাকাশে
দিন রাত কাটেনা আর
বিধি বাম সবার আজ।
বন্দি নগর,বন্দি শহর,বন্ধ সব
দোকান পাট।
বন্ধ আজ যানবাহন বন্ধ আজ
বাজার হাট,
বন্ধ সবই কলের চাকা মজুর
হারালো দিনের কাজ।
বন্ধ ঘরে বন্ধ থেকে পেটের দানায় পড়ছে টান।
নেতার ভাষণ নেতার শাসন,
আশ্বাসনেও যাচ্ছে প্রাণ।

জমাট বাঁধা অন্ধকার রাত
অন্তহীন পথ,
অনিশ্চিত ভবিষ্যতের মাঝে
পায়ে পায়ে কচি কাঁচা সাথে
বুড়োর দল।
ঠিকানার খোঁজে নয়
ফেলা আসা ঠিকানায়
ফিরতে চাইছে মন।
সেই গ্রাম,সেই পথ,
সেই ঘন সবুজ ক্ষেতের বন।

মাইলের পর মাইল অন্ধকারে বা দিনে,
খালি পেটে বিরামহীন ঘামে
চলা কারো কারো যাচ্ছে
কোথাও কোথও থেমে।
ক্লান্ত শরীরে,খিদের জ্বালায়
অবোধ শিশু মায়ের বুকে পড়ছে ঘুমিয়ে।
কোনো বাবা বুকে আঁকড়ে রেখে
ঘর মুখে রক্ত ঝরা পায়ে পায়ে।

কারো পতি গেছে মরে
দু দিন আগে
চোখের জলে দিন যায়
রাস্তায় কেঁদে কেঁদে।
একই ট্রাকে পচা লাশে
সাথে আহত মজুর
যাচ্ছে ঠাসাঠাসি করে।
রাজনীতির গোলক চক্রে খেটে
খাওয়া বিত্তহীনরাই
কেন শুধু ঘোরে?

উন্নতির কারিগর বিপ্লবের সূচনা যারা করে,
বৈষ্যমের ফাঁসি কাষ্ঠে কেন
এরা অনাহারে মরে?
রাজনীতিতে অনুশাসন থাক বা
না থাক অনুশাসনে রাজনীতি
আছে এই দেশে!
দিন মজুরের আকাশ ছেয়ে
অন্ধকারে যাচ্ছে ভরে
বাঁচল কি গেল?
কে আছে ?
নেবে খবর এদের দিনের শেষে?