তবুও ভালোবাসি
/////////////////////

আকাশের দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছিল
কেউ বোধহয় দেখেনি সেদিন
সবাই তখন একমনে স্টেজের দৃশ্য দেখতে ব্যস্ত।
জিজ্ঞেস করলাম কি'রে কি হলো?
আমার দিকে জল ভরা ঝাপসা চোখে তাকিয়ে রইলো।

মুখ নিচু করে বললো জানিস
পলিও খুব সুন্দর নাচত ভারতনাট্যম।
সে দিনও খুব ভালো নেচেছিলো
কিন্তু স্টেজের শর্ট শার্টকিটে জ্বলে যায়।
শেষ হয়ে যায় সব কিছু..।
বলেই জল ভরা চোখে হল থেকে বেরিয়ে গেল
সেই যে গেল আর কোনো দিনও ফিরে এলোনা।

তুমি যদি থাকতে আকাশ...
আজ আমিও সেই রকম এক স্টেজে পারফর্ম করছি।।
কোথায় হারিয়ে গেলে
আজও জানিনা।
আমি শ্রাবনী।
আকাশের প্রাক্তনও নই
বর্তমানও নই
তবুও ওকে ভালোবাসি।