তব প্রেমে আমি
##########
অস্থির সময়ের আঙিনায় আমি
স্মৃরি তোমাকে বিবেক যন্ত্রনায়,
চায়ের কাপে চামচ দিলে ভাসে তব মুখ।
চুমুকে চমকের বিষাদ বিষ,
চেনা কাপ ,চেনা চা গরলে ভরা,
নূপুরের ধ্বনি ধ্বনিত হত পায়ে পায়ে,
শূন্য ঘরে গোগ্রাসী দেওয়াল ,
আল্পনা চিত্রিত আক্রোশের অপেক্ষা,
শব্দ নেই, বাতাস নেই,
জানালা,দরজা,রোসানলে জাগ্রত।

তুমি পরবাসে,অতি পরাবাস্তব,
লক্ষ্মীপুরের লক্ষ্মী পেঁচা নিকষকালো,
বাক্যহীন,বিকেবহীন বায়ু ফেনায় বিলীন।
উঠোনের নিম গাছটাও পর্নমচি রূপ ধারণ করেছে।
নিশুতি রাতের আঁধারের কোনো শব্দ নেই,
জোনাকির নেই কোনো আলো,
বাস্তব,অবাস্তব এক সমান্তরাল
সরল রেখায়।

চাঁদের জোস্না তির্যক ভাবে মুখে পড়ে,
স্নিগ্ধ আলোর রশ্মি
আগ্নেয় গিরির লাভার মতো,
প্রীতিহীন প্রেমের প্রহর ।
অবশ মনের আছন্ন ঘুমে
হিয়ার চলাচলের অনুপযোগী শব্দ ,
অযোগ্য মধুকরের গুঞ্জন
গুমরেগুমরে খোঁজে।

ঝরে পড়া ফুলের শুকনো পাপড়িতে,
ভোরের সুবাসিত মর্মস্পর্ষী হওয়ায়
শ্বাসতন্ত্রের রেচন ক্রিয়া,
রেটিনার নিষ্প্রভ আলোয় শেষ।
পক্ষান্তরে প্রেক্ষাপটের অপেক্ষা,
আমার লাশের উপর
কেউ যেন একটা সাদা কাপড়
ঢেকে দেয়।