স্বর চিনিস না বেণু
///////////////////////

কি হলো রে বেণু,
কুকুরগুলো এত চিৎকার করছে কেন?
মালিক কি খেতে দেয়নি?
না এসেছে কোনো আগুন্তুক
না এলো কোনো তস্কর?

না না বাবু কুকুর নয়
তবে কিসের এত গর্জন
কিসের এত চিৎকার হয়?
না না বাবু,
আহঃ কি বাবু বাবু করছিস!
বাংলা আমি বুঝি
শব্দ আমি ভালো করে চিনি,
সেটা কি আমি তোকে বোঝাতে পারছি!
সেটাই তো বোঝাতে চাচ্ছি বাবু
ওই যে পাড়ার নেতা  অরুণ বাবু
ওনার ছত্র ছায়ায় বাড় বাড়ন্ত
হয়েছে কিছু বাঙালি বাবুর।
দিনে রাতে তোলা বাজি,জুলুমবাজি
আরো কত কি সব করে
তার সাথে আছে বোমা বাজি,
অপকর্মে,কুকর্মে ফুলে ফেঁপে
আকার হয়েছে সবার কমলালেবু।

পাড়ার দীনেশের ছেলে
পেতেছিল এক দোকান,
ওদের তোলাবাজির চাঁদা দেয়নি
করে ছিল প্রতিবাদ
তাই তুলে নিয়ে এসে
দিচ্ছে রাম ধমকান তার সাথে চাবকান।

ওই বাবুর কুকুর টা আছে নিশ্চুপ।
আমি তোকে ঠিকই বলেছি
এই দ্বিপদী গুলো।
ওই বাবুর চতুষ্পদী সারমেয়র
আদর্শ উত্তমরূপ।
তারই সংকেতে ইশারায়
গলা খুলে শব্দ করে,চিৎকার করে।
তারই ইশারায় কামড়ে ধরে,
তারই ইশারায় লেজ নেড়ে দৌড়ে বেড়ায়।

বেণু তোর শুধু বয়স হয়েছে
হয়নি ধ্বনি চেনার গুন,
আমি চিনি কোনটা সারমেয়র ডাক
আর কোনটা সুরের গুনগুন।