স্বজন কে
////////////
বন্ধন গুলো আলগা হয়ে গেছে
বিশ্বাসের জায়গা থেকে
সবাই দূরে দূরে ।
মনের কথা খুলে বললেই
প্রথমে সহানুভূতি,
পরে অবহেলা তাচ্ছিল্য
আসে ঝরে ঝরে।
মনের মানুষ ভেবে পা বাড়ালাম
ঘর বাঁধলাম,
বিশ্বাসের শ্বাস রোধ করলো
নিজ হাতে।
নিরাশার কপট খেলায়,
মূল্যায়ন -কি পেলাম?
যারা ছিল আপন কটু ব্যাবহারে
সরিয়ে দিয়েছি দূরে
নতুন স্বপ্নে,নতুন সোহাগে
আবেগের সুরে।
দিনে দিনে নিস্তব্ধ,নিঃসঙ্গ
আবরণে গুছিয়ে নিয়েছি,
নিজেকে নিয়েছি মুড়ে।
অতীতের গানে কিছু কথা
বাজে প্রাণে কিছু ঘুরে ফিরে
আসে কানে।
সবাই ছেড়ে গেল ,
কেউ ফিরে গেল প্রিয়জনের ঘরে।
কত জন কত জনের
অপেক্ষায় থাকে মরমে মরমে।
প্রেয়সীর সাথে যে পথ চলা
শুরু হয়েছিল,
আঁকা বাঁকা পথে অন্ধকার গলিতে
শেষ হয়ে গেছে!
আলোর অপেক্ষয় নেই সে!
শুধু একটা কথা কানে এলো
এভাবে চলা যায় না,
যায় না বাঁচা অন্ধকারে থেকে।
সময় নষ্ট করতে চাইনা,
অপেক্ষায় অনেকে আছে
যেতে চাই সেথা
আর থাকতে চাইনা।
তোমার অঢেল সময় অপেক্ষা কর,
কোরো অপচয়।
পেয়েছি অনেক, চাইনা আর,
আজি হতে তোমার পরিচয়।
সবাই ঘরে ফিরে যাচ্ছে
সবার আছে আপনজন।
এই নিরালায় বসে একটি কথা
মনে পড়ে
"মা" আজও অপেক্ষায় পথচেয়ে।
ঘরের বারান্দায় বসে
সে যে আজও মোর স্বজন সুজন।