সূর্য্য তোরণ
:::::::::::::::::
     সৌমেন
------------------------------------
এক বৃক্ষ উঠেছে বেড়ে গ্রামের
তিন মাথার মোড়ে।
পাড়ার কিছু বখাটে ছেলের
আনাগোনা দিনে রাতে উঠেছে বেড়ে।
মান্য গণ্য মাথার দল যাদের
হাতে অনুশাসন,
বেজায় রেগে বেজায় ক্ষেপে-
বিচার সালিশ সভা ডেকে
মাচা ভাঙার দিল অনুমোদন।
ঘরে ঘরে হাটে বাজারে গেছে
রোটে,দিন রাত তাস খেলে
আর কটূক্তি করে ছেলে গুলো মাচায় বসে।

আতঙ্কে যায় পথচারী,
শুনশান রাস্তা মাঝে যদি কখনো
কিছু অঘটন ঘটে,
ছোঁড়া গুলো বড়ই পাজি সব
সময় কেমন হা করে দেখে।
বর্ষাকালে অনেক রাত্রি হলো
তখনও মাচায় বসে ছেলেগুলো।
চিৎকারে সবাই ছুটোছুটি
মোড়ল মশাইয়ের উঠেছে
নাকি হৃদপিন্ডে হেঁচকি।

পাড়ার সবার মাথায় হাত এত
রাতে ডাক্তার কোথায় পায়।
হাসপাতাল আছে ত্রিশ
কিলোমিটার দূরে কে যাবে  কেমন করে।
মংলা কাকী এলো মাচার কাছে
একই সুরে সবাই বলে কি হলো
কাকী তুমি এত রাতে?
কাকী বলে যুগল মোড়লের-
বেড়েছে হৃদপিণ্ডের ব্যাথ্যা,
তোরা যা ওকে ডাক্তার দেখা।
মোড়ল কাঁধে বর্ষারাতে ,
বখাটে ছেলেগুলো হাসপাতাল
এলো খালি পায়ে,
ডাক্তার এলো ওষুধ দিল
মোড়ল মশাই বেঁচে গেল।

সাত দিন পর মোড়ল মশাই ফিরে এল।
সবাই ভীষণ খুশি হলো,
মাচার হাল বদলে গেল।
গ্রামের তহবিলে "সূর্য্যতোরণ"
পাঠাগারের জন্ম নিল।
বছর পরে মোড়ল এসে আরো
দিলো অনুমোদন,
খেলাধুলো,পঠন পাঠন,দুস্থ
সেবা,স্বাস্থ্য শিবির আরো
কত কি হচ্ছে প্রচলন।

সময় সময় সব কিছু বদলে যায়
যদি গঠন মূলক ভঙ্গিমা আর গঠন
মূলক দলনেতা পায়।