সুরের আকাশে
////////////////////
দূর দিগন্তের নীল সামিয়ানার নিচে
যেখানে মিশে গেছে দিগন্ত রেখা
যেখানে মিশে যায় মনের মাধুরী
যেখানে আটকে পড়ে মায়াবী মন,
যে দিগন্ত রেখার লাল শিখায়
উঁকি দিত রামধনুর রঙের স্বপ্ন।
সেই আকাশে-
সেই দিগন্ত রেখায়
আজ জমেছে অশান্ত কালো মেঘ।
ভেতরে ভেতরে সঞ্চয় করেছে ঘূর্ণি
বদলে দিয়েছে তার সাবেকি বার্তা।
রক্ত চক্ষু দেখিয়ে বলছে
দুপুরে যারা বন্ধ করে রেখেছ
ঘরের দরজা জানালা
আর কত সময়?
গোধূলির পরে সন্ধ্যার সাঁঝবাতির শিখায়
অন্তিম শঙ্খ ধ্বনির শুরু তোমার।
সে বলছে প্রণয়ের প্রলাপের নেই প্রয়োজন
প্রিয়জন যারা হিসেব নিয়েছে বুঝে!
পরিত্যক্ত পেয়ালার গরলে সবাই আছো ডুবে।
সারির অন্তিমে যে দাঁড়িয়ে সেও আজ একই সুতোয় গাঁথা
হিসেবের পাল্লা বাটখারায় -
লেখা আছে তারও অন্ত্যেষ্টি কথা।