শুনছে সবাই হৈচৈ
///////////////////////
হৈচৈ আর শুধু হৈচৈ
কাজের কাজ হোচ্ছে কৈ?
কে কোথায় কি করেছে
দিনে রাতে খবর হচ্ছে ,
কাজের কাজ কি কিছু হচ্ছে ?
সকাল সন্ধ্যায় শুধুই টিভিতে
গুটি কয়েক আঁতেল মার্কা
লোকের মুখ ভাসছে।
তাতে কি আর বিপদ কাটছে ?
চারিদিকে জলে থৈ থৈ
তবুও পানের জল কৈ
গলা শুকনো কাঠ,জিভ আড়ষ্ট
মুখে কথা সরে না
মনে বুক ফাটা কষ্ট
একটু জল চাই
পানের জল কোথায় পাই?
চারিদিকে জমে আছে
পচা খাবারের স্তুপ।
খাবারের নেই কোনো চেনা গন্ধ
হা করে তাকিয়ে
কেউ খেতে পারে না
ছুতে পারেনা
সব রাস্তা বন্ধ।
চারিদিকে শুধু পচা খাবারের গন্ধ।
সবাই এক বার মাটির দিকে তাকায়
একবার জলের দিকে তাকায়
ফ্যাল ফ্যালিয়ে আকাশের দিকে তাকায়।
গলা ফাটিয়ে চিৎকার করে
খাবারের নেই কোন উপায়।
সবার চিন্তা এক বিন্দুতে মিলেছে শেষে
ধরেছে একই চেনা পথ।
একে ওপরের টুঁটি চেপে ধরা
আর রক্ত চুষে
ছিঁড়ে খাওয়া আগাগোড়া।
অন্তত
বাঁচবো আরো কিছুদিন,
না খেয়ে-
চাইনা গুনতে মৃত্যুদিন।
অদ্ভুত এই মানব জীবন
ভাবলে মনে কাঁটা দেয় জাগে শিহরণ।