সুগন্ধের ঘ্রাণ
/////////////////

মৃত নগরীর-
সন্মুখে দাঁড়িয়ে রাজন
সাথে সেনাপতি।
দু চোখ দিয়ে অবকলন করছে
উর্বর ভূমির উপর
শুধু লাশ আর লাশের স্তুপ।
অট্টহাসির উল্লাসে গগন বিদীর্ণ করে বলে
আজ মহা সুখের
স্বাদ পাই ঘ্রাণ পাই
পচা লাশের গন্ধে।
স্বপ্নের দোর গড়ায় দাঁড়িয়ে
আর কিছুটা হবে যেতে,
পথে আরো কিছু বিছানো বাকি
তাজা লাশ-
সাথে রক্ত নদীর ধারা।
মাটিতে বালিতে মিশে হবে একাকার।
যেখানে কেউ খুঁজে পাবে না
মাটি বালি আর রক্তের পরিমান
থাকবে না কোনো তত্ত্বের তথ্যের ফারাক।
এক দিন এই মাটির উর্বরতা বাড়াবে
এই মৃত নগরীর লাশ।

গগন বিদারী অট্টহাসির মাঝে
রাজার কানে এলো উঁচু কন্ঠস্বর।
অহংকারে পদ চালায়,
ফিরে তাকায়।
বাহু উঁচিয়ে তরবারির আঘাতে পথ বানায়।
আহত এক যুবক, যে
রক্তের প্লাবনে নিজের শরীরকে করেছে ধৌত।
প্রতিবাদের ভাষায়
দুটো চোখ দিয়ে ঝরে পড়ছে আগুন।

তরবারি উঁচিয়ে বলে রাজন,
আমি কারো উঁচু আওয়াজ
আর রক্ত চক্ষু পছন্দ কারিনা।
মিশে যাও মাটির সাথে
তুমিও হবে এক শরিক
মাটির উর্বরতার।