সই চুপ থাকলি তুই
****************
মৌনতায় কিছু কথা
ভেসে যায় গোধূলি বেলায়
সখি মোর,
তোর লাগি মন কেমন করে
হয় যে উতলা
কথা যদি কইবি না তুই
তবে দিলি কেনে দেখা
তোর বিহনে মরি আমি
বুকে জমে পাহাড় প্রমাণ ব্যাথা।
এ কি কথা শুনাইলি সই
বোঝাতে না পারিস
মনের বেদন বুঝতে তবু পারলি তুই কই?
মনের ভাষা হারিয়ে আজ
তুই কি হ'লি মরু সাহারা
তোর বিহনে ভু পুণ্যে
আমি যে সর্বহারা।
মনের আকুতি বুঝবি কবে
তুই কি সত্যি শব্দ হারা
তোর বিহনে আজ ও মোর
পরান কাঁদে ঝরে অশ্রু ধারা
সই ,তুই কি বুঝবি
আমার নরম মনের চাপা রোদন
কথা যদি কইতে নারি
তবে দেখিস আমার অকাল বোধন।
মনের কথা কইতে তোকে
হলাম বেঘর আমি
সেই কিনা তুই চুপ থাকলি
আমি হলাম বেদুইন
***********
লেখাটা আমার একনিষ্ঠ পাঠিকা সুমিতা কে উৎসর্গ করলাম