সবই আছে ঠিকঠাক
//////////////////////////
শত ছিন্ন নগরের নাগরিক আমি
অন্ধকার ছেয়ে যায় শত ছিদ্র দিয়ে
সবাই দুচোখ ভরে দেখে শুধু অন্ধকার
আমি দেখি নয়ন ভরে দিনের আলো বারংবার।
সবাই চিৎকার করে কালো আর কালো
নেই নেই নেই কোত্থাও বিন্দুমাত্র আলো,
সবাই শুধু রব তুলে গেলো আর গেলো।
কোনো কিছু দেখিনাতো মন্দ
সব কিছু আগাগোড়াই তো ভালো।

শত ছিন্ন নগরের নাগরিক আমি
আমার তো হারাবার কিছু নাই,
এই নগরের বুকে সব কিছু খুঁজে পাই,
যা চাই।
যা চায় মন প্রাণ
চিন্ময়ী থেকে মৃন্ময়ী।
কেউ কি খুঁজছে একটু বিবেক
একটু মনুষ্যত্ব
একটু খুঁজবে আত্মসম্মান,
মর্য্যাদা ও মান
একটা সহজ সরল প্রাণ।

শত ছিন্ন নগরের নাগরিক আমি
অন্ধকার আর অন্ধকার
সবই পাবে যা চায় তোমার প্রাণ
শুধু মান ও হুঁশের বড়ই হাহাকার।
আমার  কিছু নেই হারাবার,
আমি দেখি সব আছে ঠিকঠাক।