সবে তো শুরু
/////////////////
ফোর ক্লাস ফেল ছেলেটা ধরেছে সমাজের হাল
তরীর পাল দিয়েছে খুলে চষে বেড়াচ্ছে নদী নালা খাল।
যে ছেলেটা চালাতো মদ জুয়া ভাট্টির ভেড়ি,
সে আজ সমাজের মহান মাথা মহান পদাধিকারী।
মুখশের মুখে চেনা বড় ভার আবরণ দেখে।
সবাই আজ নেতা হতে চায় রানীর ছত্র ছায়ায় থেকে।
যে ছেলেটা কাল পর্য্যন্ত করত
চুরি হত্যা রাহাজানি
রাতারাতি রানীর আঁচল তলে
হয়ে গেল সমাজের পরশমণি।
গণ চেতনার আড়ালে বাড় বাড়ন্ত কুখ্যাত দের
ফুলে ফেঁপে আজ সেজেছে নব কলেবরে ফলে ও ফুলে।
বইছে পাড়ায় পাড়ায় গণ চেতনার ঢেউ
এই ফাঁদে পা দিলে জীবন ভর নরক যন্ত্রনা,
পার পাবেনা কেউ।
নিষ্পেশনের যাঁতা কলে
অন্তর থেকে জ্বলছে সকলে।
দুয়ারে দুয়ারে পৌঁছে যেতে
রানী সাহেবা দিয়েছেন ডাক
উনার আশীর্বাদ ধন্যদের হাতে আজ উন্নয়নের ঢাক।
কারনে অকারণে বেদম বাজায় সকাল সন্ধ্যা ,দিনরাত।
তুমি ঢাকের বাদ্যি
শুনতে না চাইলেও শুনতে হবে,
বেঁচে নেই তোমার কাছে
আজ আর কোনো অজুহাত।
গুণীজন,সমাজপতি বুদ্ধিজীবী
আর কিছু পরজীবী সবাই আছে চোখ মুদে
ধোঁয়ায় ধোঁয়ায় উন্নয়নের ধোঁয়ায়
শরীর মন নিচ্ছে সিক্ত করছে কিছু তাঁবেদার খোসামদে
তিন পুরুষের খাবার তলেতলে গুছিয়ে নিচ্ছে নিরাপদে।
কাদের হোচ্ছে নাভিশ্বাস ?
কাদের জ্বলছে বিবেক?
কাদের জ্বলছে চোখ?
রানী সাহেবার,বাচনে,বচনে ভাষণে ভূষনে
কিংবা
চামচা বেলচা সভাপারিষদের কথনে
দিনে রাতে বর্ষিত হয় হুমকির ছোঁয়া
বইছে শুধু উন্নয়নের লু আর ভন্ডামির ধোঁয়া।
বাঁচার জন্য মাথা কুটে বলো শুধু
হে ঈশ্বর এবার করো দোয়া।
ঈশ্বর ও আজ মুচকি হেসে
মাথা দুলায় উন্নয়নের ঢাকের তালে
উনিও বোধহয় চোখ মুদে
বলেন সন্ধ্যা হতে অনেক বাকি
সবে তো শুরু কলি কালের।