শুভারম্ভ
//////////
চৌরাস্তার মোড়ে ভিড় জমেছে
বাড়ছে কলরব কোলাহল
সে কি একদিনের ফল??
তোমারই ইন্ধনে বছরের পর বছর ধরে
মাথায় তুলে বড়ো হয়েছে অহংকারে
হাসি মুখে করেছো লালন পালন
ধৃতরাষ্ট্রের মতো করেছো স্নেহ মায়ায় শাসন।
তারাই আজ উচ্ছেদে দর্পোদ্ধত
বানিয়েছে দুর্ভেদ্য বারুদের দুর্গ যত।
তারাই আজ মস্তক ছেদনে করছে সংঘাত
তুষ্টি তোষনের পড়িয়েছো তুমি নিজ হাতে ধারাপাত
আত্মতৃপ্তির অট্টহাসিতে অহঃরহঃ বাড়ছে উৎপাত।

তোমার মস্তকের ঘোষণা করেছে ইনাম
এদের কাছে মানবতা,
নারী সম্ভ্রমের নেই কোন দাম।
তোমার আদরেরই বড় করেছে
ধংসলীলার গুদাম।
সব কিছু সস্তা ভোগ্য পণ্য
দিনেরাতে তোমার পরম কৌলিন্যে
এদের করেছো তুমি ধন্য।

আওয়াজ টা বাড়ছে
বাড়ছে বোমা বারুদের গন্ধ
বাড়ছে লাশের পাহাড় রক্ত স্রোত
লাল স্রোতের গতি হচ্ছে না বন্ধ।
তোমার বুকের উপর বসে
হোলি খেলছে রক্তের স্রোতে।

তুমি আজ বুড়ো গরু শুধু বোঝা।
তোমায় ক্ষমতা চ্যুত করা খুবই সোজা।
তোমার উঠে ঘাস খাওয়ার শক্তি নেই
তাই লক্ষ্য তোমার পল খড়ের দিকে
মরে যাওয়ার আগে তান্ডব লীলা
দেখে যাও নিজের চোখে।
নিজ হাতে রচেছ যে মহল
দারোদ্ঘাটনের হয়েছে শুভারম্ভ
তোমার নামে বানাবে না
কেউ কখনো কোনো প্রস্তর স্তম্ভ।