শূন্যের পানে
-----------

চলো যাই
পথ হারাই
দিক তো কবেই হারিয়েছি
জীবনের দাঁড়িপাল্লায়
নেই আর পল্লীর গান
নেই আর ভাটিয়ালির সুর
নেই আর বারো মাসে তেরো পার্বণের সমারোহ
শুধু শূন্য
শুধু নিষ্ফলা অভিমান।

দূরত্বটা বাড়ছে
দূর হতে হতে
আরো দূরে
যেখানে চোখের রোশনি পৌঁছায় না
যেখানে চোখের মেগাপিক্সেল কাজ করে না
শুধুই ঘোলাটে ধূসর
অন্ধকার ,কুপাক অন্ধকার।
দূরত্বটা আজ অসীম থেকে অসীম শূন্যে।
জীবন নয়ন আর
মন চেয়ে রয় শুধু শূন্যের পানে