শূন্য প্রাপ্তি
/////////////

শূন্য মন শূন্য হিয়া শূন্য  অধম জীবন
কত সাধে গড়ে ছিলাম সখের তপবন।
বিত্তে বিত্তে অক্ষ ধারায় বৃত্ত হল আঁকা,
চরাচরের ভবের খেলায় বৃত্ত আজও ফাঁকা।
ব্যসার্ধটাও হয়নি পূরণ মিছেই ছুটে বেড়াই
শূন্যে ফিরে যেতে ইছা করে যদি সুযোগ পাই।
মনের ভুলে চোখের খিদায় জীবন মায়াজালে কাটে
বৃত্ত শুধুই আঁকা হলো কিছুই ভরা হলো না তাতে।
নানা রঙে রাঙিয়ে জীবন সব করেছি ভাব
সব কিছু আলোকবর্ষ দূরে
শুধু জ্ঞানের ছিল অভাব।
রোষে তাপে রোষানলে চিৎকারে
করেছি  হুঙ্কার উদ্গীরণ।
সঞ্চয় শুধু কাঠ- কয়লা ,সাদা ছাই
এটাই সহজ-সরল সমীকরণ।