শুধু বদলায়নি মা
///////////////////
বিবর্ণ ফ্যাকাশে সময়
রং হীন চারিপাশ
গতিময় পরিবেশ।
একে অপরের দূরত্ব বিস্তর
দূরত্ব মনের
দূরত্ব বন্ধনের।
ফারাকটা আজ ভীষণ চোখে লাগে
ফারাকটা আজ ভীষণ বুকে ব্যাথ্যা দেয়।
ফারাক গুলোতে আজ কোনো সেতু নেই
নেই কোনো উপায় সেতু বন্ধনের।

মা আগেও কাঁদতো যখন সন্তান খেতে পারত না
মা তখনও কেঁদেছে যখন সন্তান
খেতে চাইতো না।
মা আজও কাঁদে
যখন সন্তান দুবেলা খেতে দেয়না।
সময় অনেক বদলে গেছে
সন্তানও বদলে গেছে বড় হয়ে গেছে ।
শুধু বদলে যায় নি মা
আর মায়ের সেই অকৃত্রিম কান্না।