স্রোত
।।।।।।।
দন্দ্ব দ্রোহ আজ সব সময়
দ্রোহ বিদ্রোহ সর্বময়।
সবসময় বিদ্রোহ
নিজের সাথে নিজের,
দন্দ্ব বিবেকের সাথে বিবেকের।
সব সময় একটা ঠান্ডা লড়াই
অন্তরের সাথে অন্তরের।

সব সময় একটা লড়াই
ঘরে বাইরে
সব সময় একটা লড়াই
অস্তিত্ব টিকিয়ে রাখার
সব সময় একটা লড়াই
বিপণ্ন প্রতিযোগিতার।

সব সময় একটা লড়াই
চাওয়া পাওয়ার,
সব সময় একটা লড়াই
কোনো ভাবে উৎরে যাওয়ার।
সব সময় একটা লড়াই
বৈষম্য বিভেদের কটিবন্ধে।
সব সময় একটা লড়াই
উজান ভাটির রসগন্ধে।
নিশিদিন একটা লড়াই,
বিপণ্ন মানবধিকারের বিরুদ্ধে,
সব সময় একটা লড়াই
সাম্যবাদের শ্বাসরোধে।

সব সময় একটা লড়াই
উঁচু,নিচু,শোষণ,স্বৈরাচারী
শাসনের দুর্গন্ধে।
সব সময় একটা লড়াই
অত্যাচারের বিশ্বযুদ্ধে।
অহঃরহঃএকটা লড়াই
জীবন ও জীবিকার জন্য,
যদি ভুলে যাও লড়াই-
তুমি এই পৃথিবীতে বিপণ্ন।
বিলীন হয়ে যাওয়ার
অপেক্ষায় গুনতে থাকো অন্তিম লগ্ন।