শ্রী এবং শ্রী
*******
অগ্রগতির উচ্চৈঃশ্যবা
ঝড়ের আগে যাচ্ছে ছুটে
উন্নয়নের ধারক বাহক
লাগাম খানা কসপাটিতে আছে চেপে।
পেছনে পেছনে ঐরাবত
ছুটেছে চলে শুঁড় তুলে
মাহুত বাবা গামছা কাঁধে
ডগমগিয়ে যাচ্ছে দুলে।
উন্নয়নের গুমোট ধোঁয়ায়
দম বন্ধ প্রজার আজ
ভোরাই সুরে যাচ্ছে উড়ে
বাপ ঠাকুরদার সাম্যবাদ
চোখে যারা গামছা বেঁধে
পালকি চড়ে দুলকি চালে
তাদের কে কি বোঝানো যায়
পালকি আর পালকি বাহক
দুটোই আজ জাদুঘরে
উন্নয়নের মাথা আজ
শ্রী সাধনায় দিচ্ছে ডুব
তাতেই দেখি শ্রীমান শ্রীমতি
হাত পা ছড়িয়ে নাচছে খুব।
আগে শ্রী
পিছে শ্রী
ডাঁয়ে শ্রী
বাঁয়ে শ্রী
শ্রীর মহিমা বুঝবে যখন
বংশ তোমার হতশ্রী
আর
প্রাপ্তি শুধু একটাই
শ্রী এবং শ্রী