শিশুর সন্ধিক্ষন
:::::::::::::::::::::::::::
সৌমেন
------------------------------------------
দুধ দাঁত এখনো যায় নি পড়ে,
ক্ষীরের গন্ধ এখনও যায় নি সরে।
মুখে এখনও আধো আধো কথা
পৃথিবীর আধা আজও
হয়নি দেখা।
একে অপরের বিরুদ্ধে
অস্ত্র নিয়েছে ধরে।
এ কি শিক্ষার ধারা বইছে
ঘরে ঘরে।
সমর সজ্জায় ছোটো থেকে বড়
মারণাস্ত্র চালনায় হচ্ছে সড়গড়
অনু পরমাণু গৃহস্থের সংসার
ভুলছে সব ন্যায় অন্যায় বিচার।
নগরে নগরে যা কিছু জ্বলছে
ঘরে ঘরে যে খেলা চলছে।
দিনে রাতে দু নয়ন যা দেখছে
শিশু মনে তার প্রতিফলন ঘটছে।
তলে তলে তুমিও এই সন্ধিক্ষনের
এক কারিগর,
তোমারই অঙ্গনে শিখেছে শিশু
হতে অতি স্বার্থপর।
তোমার বিস্মিত হওয়ার
বেঁচে নেই বাকি কিছু।
হিংসার রণাঙ্গনে দাঁড়িয়ে
আজ তোমার প্রানের শিশু।