শিশির ভেজা অনুরাগ
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
নিঝুম রাত টুপটাপ শিশিরের
শব্দ কানে ভেসে আসে।
একটা দুটো বিন্দু ধরা দেয় অক্ষি পল্লবে।
চুম্বনে চুম্বনে নিঃস্বার্থ ভালবেসে!
কোনো এক অজানা
পাখির ডাক কানে এলো
বিরহের ভাষায় কিছু বলে গেল।
উড়ে গেল ক্লান্ত মনে প্রেয়সীর খোঁজে?
ডানার ঝাপটায় ঝরে এল
বুক ফাটা বিরহের স্বর।
শিরিরের আদরে সবুজ
ঘাস গুলো নুয়ে পড়েছে
একে ওপরের উপর।
ভারে না ভালোবাসার টানে?
দূরে এক স্বর্ণগোধিকা
জল কাদায় একসার।
মনের খুশিতে নেচে যায়
না অভিসার!
বিষণ্ন মন বিছানার এক পাশে
অপলক নয়নে তাকিয়ে থাকে
আর, আর
তবুও সে কি আসে?
কত কি ভাবনায় মন
যার ছবি আঁকে।