শিখর-সুচাগ্র খেলা
--------------------------------
---------------------------------
কিছু স্বপ্ন মনে ছিল সাজানো
কিছু স্বপ্ন দিনলিপিতে আছে বাঁধানো।
মনভূমিতে মনবলের শক্তি সঞ্চয়
ঘাত প্রতিঘাতের মধ্যে করতে হবে জয়।
স্বপ্ন গুলো বাড়ছে মনে,বুকে, মাথার মধ্যে
জানা অজানায় কিছু যাচ্ছে মিলিয়ে
কিছু যাচ্ছে সাধ্যের বাইরে।
দলদলে পায়ের তলার মাটি,
এ যেন এক চোরাবলিতে
দাঁড়িয়ে আছি।
স্বপ্ন অটুট নিত্য নতুন প্রতিবন্ধকতার মাঝে।
আছে মনের জোর,
সদা স্বপ্নে বিভোর ।
নিদ্রায়ও তাই দেখি।
স্বপ্ন ফেরি করেছি,
নামি দামি কত অনামির
দ্বারে দ্বারে,
প্রতিনিয়ত তাচ্ছিল্য,ধাক্কা খেয়েছি বরে বারে।
শূন্য থেকে শুরু হয়েছে পথ চলা,
পাওয়ার ঝুলিতে ভরে গেছে
কত কি বলা না বলা।
গগনচুম্বী শিখরে আজ- পিরামিডের
শীর্ষ কোনে দাঁড়িয়ে।
জায়গাটা ভীষণ ছোট দাঁড়ানোও ভীষণ শক্ত
ভুল হলেই নীচে পড়ব গড়িয়ে।
লাইনে দাঁড়িয়ে শত শত অনুগামী
একবার দাঁড়াতে চায় তারা,
দিয়ে হাজারো প্রানামী।
জায়গাটা ভীষণ ছোট,
ভীষণ সরু সুচের ডগার মতো,
জায়গাটা তবুও ভীষণ দামি।
সবাই তারই স্রোতে যাচ্ছে ছুটে।
একি স্বপ্ন,ঈর্ষা,হিংসা, না প্রতিযোগিতা?
করো কপাল খুলছে,কারো খুলছে না।
কারো কপালে যাচ্ছে জুটে
কেউ যাচ্ছে মাটিতে মিশে।
এ যেন এক প্রদীপের শিখা
পিপিলিকার উড়ে উড়ে পড়ছে।
তবুও এই স্রোতে সবাই যেতে চাইছে।
বাইরের ঝলকে মজে সবই
চাকচিক্যে মোহের ঘোরে চোখ।
এ যে এক বিষম খেলা ক্ষয়জাত রোগ।