শেষের পাওনা
.....................
আজ চারিপাশ চারিদিক শান্ত
বিজিত দলের নেই উত্তাপ
বিজয়ীরাও ধীর পদে
তারাও শান্ত আনত মুখে
সাজানো রাজ পথ আজ জনশূন্য
কেউ নেই বরণ মাল্য নিয়ে
কেউ নেই সাদর সম্ভাষণের জন্য।
পথ আজ লাশের স্তুপে পর্বত
বিজয়ীরাও লজ্জিত
যাঁরা বেঁচে পাঁচিলের ওই ধারে
ঘুমিয়ে ! নিশ্চিন্তে!
নাকে আসে বেল ফুলের গন্ধ
এটাই বোধহয় শেষ উপহার।
রাত গভীর হলো
পচা লাশের গন্ধ ছড়িয়ে যায় দূর বহুদূর
এটাই বোধহয় পাওনা চিরন্তন।